Advertisement
আকন্দ সোহাগ
গত ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশের নামে বিএনপির তাণ্ডবে পুলিশ হত্যা ও পরবর্তী হরতাল- অবরোধের নামে জালাও - পোড়াও এর বিরুদ্ধে জামালপুরে মাদারগঞ্জে মহিলা আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ নভেম্বর) সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিএনপি - জামায়াতের নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজের ব্যানারে বালিজুড়ি বাজারের প্রধান সড়কে মানববন্ধন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল,মহিলা বিষয়ক সম্পাদিকা লাইলি আক্তার,সদস্য পুলক পারভেজ প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জামালপুর জেলা পরিষদের সংক্ষরিত নারী সদস্য নাজমা পারভীন মুন্নি ও সঞ্চালনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা। মানববন্ধনে উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সাধারণ নারীরা অংশ নেয়।