lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-07T07:29:25Z
সারাদেশ

নওগাঁয় মাউশি কর্মকর্তা কারিকুলাম প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন

Advertisement


ইসমাইল হোসেন নওগাঁ:


কারিকুলাম বিস্তরণ ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সকল বিষয়ের উপজেলা মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ চলছে। 

মাধ্যমিকে উচ্চশিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক কাওসার আহমেদ ২দিন ব্যাপী নওগাঁ জেলার প্রশিক্ষণ ভেন্যু  নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসায় প্রতি বিষয়ের কক্ষ পরিদর্শন করেন।



নওগাঁ ও নাটোর জেলার মোট ৫৯৪ জন উপজেলা মাস্টার ট্রেনার মোট ১১ টি বিষয়ে ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ গ্রহণ করেন।



গতবছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ১১ টা বিষয়ে। এবারও অষ্টম ও নবম শ্রেণীর পাঠদান শিক্ষকদের এগারটি বিষয়ের ১১ টি কক্ষে প্রশিক্ষণ চলছে।



যোগ্যতা ভিত্তিক এই কারিকুলাম বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগোষ্ঠী এক বিশ্বমানের দক্ষ জনগোষ্ঠীতে রূপান্তরিত হবে  এবং তারা জনসম্পদেও রূপান্তরিত হবে ৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক তৈরিতে একমাত্র শিক্ষকরাই ভূমিকা রাখবে বলে এই কারিকুলাম বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন সরকার।



মাউশি কর্মকর্তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার  লুৎফর রহমান কর্মকর্তা নাজমুল হক ও অন্যান্য কর্মকর্তাগণ।



বিষয়ভিত্তিক প্রতিটা কক্ষ দ্বারা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এবং প্রশিক্ষণ কেমন হচ্ছে  প্রশ্নের জবাবে প্রশিক্ষণাথীরা খুব ভালো হচ্ছে প্রশিক্ষকরা অনেক দক্ষ এমনটাই বললেন তারা।



প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন প্রশিক্ষণের তথ্য গ্রহণ করেন কোন তথ্য বুঝতে না পারলে আপনারা প্রশিক্ষকদের জিজ্ঞেস করবেন।