মঙ্গলবার 1 এপ্রিল 2025

lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-28T13:40:54Z
আইন ও আদালত

আমতলীতে আদালতের নির্দেশে পাঁচটি ঘর উচ্ছেদ


প্রতিনিধি বরগুনা:


আদালতের নির্দেশে আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকার পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার  আমতলী সহকারী জজ আদালতের বিচারক মোঃ সিহাবুর রহমানের নির্দেশে এ ঘরগুলো উচ্ছেদ করা হয়।


Advertisement

জানাগেছে, আমতলী পৌর শহরের মাছ বাজার এলাকার ৬২৬ নং খতিয়ানের ৫৩৮ নং দাগের ১০ শতাংশ জমিতে মাহবুবুর রহমান হিমু গাজী, মনির গাজী, মাহফুজা বেগম , মিনারা বেগম ও রাজ্জাক হাওলাদার ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিল। ওই জমি সফিউল আলম সোহেল গাজী তার দাবী করে আমতলী সহকারী জজ আদালতে ২০২১ সালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি গত ১৬ নভেম্বর তার পক্ষে রায় পান। মঙ্গলবার সহকারী জজ আদালতের নির্দেশে ওই ঘর গুলো উচ্ছেদ করা হয়। এ সময় ওই এলাকায় শত শত মানুষ ভীর করেন। 



মামলার বাদী সফিউল আলম সোহেল গাজী আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আদালত আমাকে আমার ন্যয্য অধিকার ফিরিয়ে দিয়েছেন। 



মামলার বিবাদী পক্ষের মিনারা বেগম, আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, আমাদের রায় থাকা সত্বেও জোরপুর্বক ঘর বাড়ী উচ্ছেদ করা হয়েছে। আমরা ন্যায্য বিচার পাইনি।



বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নাজির ফারুক আহম্মেদ বলেন, দেওয়ানী ডিক্রীজাড়ি ৭/২০২৩ নং মোকাদ্দমার গত ১৬ নভেম্বর তারিখের আদেশ মোতাবেক পাঁচটি ঘর উচ্ছেদ করা হয়েছে।