lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-07T10:41:51Z
আইন ও অপরাধ

বরগুনায় ট্রাকে অগ্নিসংযোগ দেয়া সদস্য ছাত্রদল নেতা ডিবির হাতে গ্রেপ্তার

Advertisement


প্রতিনিধি বরগুনা:


বিএনপির অবরোধ চলাকালে ট্রাকে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলার ঘটনায় বরগুনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা ডিবি গ্রেফতার করেছে। আজ সোমবার রাত সাড়ে আটটার সময় বরগুনার সোনালী পাড়া থেকে তাকে আটক করা হয়।



গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা মাওয়াজ খান শুভ। শুভ বরগুনা শহরতলীর লাকুরতলা গ্রামের আফজাল খানের ছেলে। 



বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন, গ্রেফতার কৃত ছাত্রদল নেতা মাওয়াজ খান গত ২ নভেম্বর বেলা আড়াইটার সময় বরগুনার সোনারবাংলা গ্রামে চট্টগ্রাম থেকে আসা একটি ট্রাকে আগুন লাগানোর ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। বর্তমানে তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। জিজ্ঞেসাবাদ শেষে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হবে।