Advertisement
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে দলের আরেক কেন্দ্রীয় নেত্রী মারুফা আক্তার পপির ছবি পুড়িয়েছেন এক যুবলীগ নেতা। মঙ্গলবার সন্ধায় জামালপুরের মাদারগঞ্জে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হীরা মারুফা আক্তার পপির ছবি পুড়িয়ে প্রতিবাদ করেন। এরপর তিনি সেটি ভিডিও করে তার ব্যক্তিগত আইডি থেকে পোস্ট ও দেন এতে এতে তিনি লিখেন
মির্জা আজম এমপি মহোদয় কে কটুক্তি করায়, প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। একজন সিনিয়র রাজনীতিবিদ কে নিয়ে কটুক্তি আমরা মানিনা,মানবোনা এবং কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে পপির কুশপুত্তলিকা পুড়ানো হয়।
পপি থেকে সাবধান, পপি থেকে হেরোইন তৈরি হয়,পপি একটা বিষাক্ত নাম।তাই মাদক / পপি থেকে সাবধান।
কুৎসিত অবয়বের আরেক নাম পপি! ভয়ংকর মাদক তৈরির অন্যতম প্রাকৃতিক উপাদান পপি, সর্বত্র পরিচিত তার ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য। পপির স্থায়ী বহিস্কার চাই।
এ বিষয়ে জানতে চাইলে,ওই যুবলীগ নেতা আহসান উল্লাহ হীরা বলেন,আমাদের প্রিয় নেতা জামালপুরের ২৬ লক্ষ মানুষের অভিভাবক বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে নিয়ে মারুফ আক্তার পপির কটুক্তির প্রতিবাদে আমি তার ছবি পুড়িয়েছি।