lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-15T14:58:21Z
আইন শৃঙ্খলা

পলাশবাড়ীতে কঠোর অবস্থানে পুলিশ,র‌্যাব ও বিজিবি

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা :


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলার প্রবেশদ্বার পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া জেলার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে সকাল হতে আইন শৃঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান গ্রহন করেছে পুলিশ। আজ ১৫ নভেম্বর বুধবার সকাল হতে পলাশবাড়ী পৌর এলাকাসহ উপজেলার জুনদহ, মাঠেরহাটসহ গুরুত্বপূর্ন স্থান গুলোতে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা ও পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে থানা ও জেলা পুলিশের পৃথক টিম কঠোর অবস্থান গ্রহন করে। 



পুলিশের এ কঠোর অবস্থানের কারণের চলমান অবরোধ কে ঘিরে দুপুরে পলাশবাড়ীর জুনদহ এলাকায় বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে উঠে পিকেটিং করার চেষ্টা করলে । পুলিশের তৎপরতায় মহাসড়ক হতে পিছু হঠতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও দিন শেষে বিকাল হতে তফসিল ঘোষনা কে ঘিরে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল ,নির্বাহী ম্যাজিস্টেট এর নেতৃত্বে  বিজিবি টহল আরো জোড়দার করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে জেলা পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। এদিকে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় নির্বাচন কমিশনার কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর খন্ড খন্ড আনন্দ মিছিল বের হয়ে পলাশবাড়ী পৌর শহরের রাব্বী মোড়ে জমায়েত হয়ে পূর্নরায় পৌর শহরে আনন্দ মিছিল করে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।