lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T17:41:13Z
সারাদেশ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মধুখালী থানার শহিদুল ইসলাম

Advertisement


সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :


পর পর তিনবার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ (ওসি) হলেন মধুখালীর ওসি মোঃ শহিদুল ইসলাম।


বুধবার (৮ নভেম্বর) ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। গত বছরও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।



জানা যায়, জেলার মধুখালী থানা অফিসার ইন চার্জ মোঃ শহিদুল ইসলামের পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ওসি মো. শহিদুল ইসলাম ২০০৮ সালের ২ সেপ্টেম্বর উপ-পুলিশ পরিদর্শক (সাব ইন্সপেক্টর) পদে শিক্ষানবিস হিসেবে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় যোগদান করেন।



সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



এক প্রতিক্রিয়ায় মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।