lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-07T09:46:18Z
সারাদেশ

দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলেন পোরশা উপজেলা চেয়ারম্যান

Advertisement


পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


পোরশা গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজের আহত ১৩ জন ছাত্রছাত্রীকে দেখতে গেলেন  উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। দুর্ঘটনাটি উপজেলার  শিবপুর পোরশা রাস্তার গনপুর নামক গ্রামের পাশে ঘটে।



একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা গাংগুরিয়া ডিগ্রী কলেজের নিজস্ব ভুটভুটি করে প্রতিদিন কলেজে যাওয়া আসা করেন। প্রতিদিনের মতন সেদিনও তারা সেই ভোট ভুটিতেই চড়েই বাড়ি ফিরছিলেন। গণপুর নামক গ্রামে ছাত্রদের নামিয়ে দিয়ে কুশর পাড়া আসার পথে রাস্তার বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভটি টি রাস্তার পাশে পড়ে যায়। এতে কলেজের ১৩ জন শিক্ষার্থী ঘটনাস্থলেই আহত হয় । শিক্ষার্থীরা লেলাংগাহার, নোনাহার, কুশরপাড়া ও মহাডাঙ্গা গ্রামের অধিবাসী। 


মানবতার ফেরিওয়ালা  দুঃখী মানুষের একান্ত বন্ধু মানুষ গড়ার কারিগর ঐ কলেজের অধ্যক্ষ উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী এ সংবাদ পেয়ে ছুটে যান তাদের বাড়িতে। তাদের খোঁজখবর নেন।বড় কোন দুর্ঘটনা না হয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।


উক্ত কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম ও প্রভাষক আব্দুর রশিদ তার সঙ্গে ছিলেন।