Advertisement
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরের জেলার ফুলবাড়ি, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। গতকাল বরিবার দুপুরে ফুলবাড়ি বিরামপুর ও নবাবগঞ্জ এই তিন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির এর বিভিন্ন উপকেন্দ্র ও বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এমএম আশিক রেজা, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহেদি হাসান ফারুক, বিরামপুর থানার অফিমার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাওহীদুল ইসলাম, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার বিপুল চন্দ্র, ডিজিএম নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, র্যার, পুলিশ, বিজিবি, আনসার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ফুলবাড়ি, বিরামপুর এবং নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বিভিন্ন সড়কের মোড় এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন উপকেন্দ্র গুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালন ও উপস্থিতি দেখে তিনি সস্তুোষ প্রকাশ করেন।