lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-30T05:02:13Z
জাতীয়

কর্মকর্তাদের সেবক হিসেবে জনগণের কল্যাণে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ

Advertisement


এস এম আদনান উদ্দিন :


সেবক হিসেবে সাধারণ জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রয়াস চালাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের  নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।



সকালে মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের  DSCSC- 2023 কোর্সে অংশ গ্রহণকারীদের সনদ প্রদান অনুষ্ঠানে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন।



বন্ধু প্রতিম ২৪টি  দেশের ৪৯ জন , বাংলাদেশ পুলিশের  ৩ জন এবং সশস্ত্র বাহিনীর ২০৫ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশ নেন। 



 এ সময় রাষ্ট্রপতি দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে সেনা ,নৌ ও বিমান বাহিনীর  কর্মকর্তাদের পেশাগত  প্রশিক্ষণ প্রদানে এ  প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভূমিকার প্রশংসা করেন ।



রাষ্ট্রপতি বলেন 'ফোর্সেস গোল ২০৩০' বাস্তবায়নসহ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী  করতে সরকার সবসময়ই অঙ্গীকারাবদ্ধ।



ডিগ্রি অর্জনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন,  ২১ শতকের নানামুখী  চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রশিক্ষণ সহায়ক হবে এবং প্রশিক্ষণাথীরা তাদের অর্জিত জ্ঞান  জনগণের কল্যাণে কাজে লাগাবেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ডেন্ট মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।



অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  ৯ জন কর্মকর্তার হাতে সার্টিফিকেট তুলে দেন।পরে,রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন  পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং ফটো সেশনে অংশ নেন।