lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T17:52:35Z
চিকিৎসা

আর্থসামাজিক উন্নয়নে বার বার দরকার শেখ হাসিনার সরকার - এ্যাড.স্মৃতি এমপি

Advertisement


আশরাফুল ইসলাম গাইবান্ধা:


দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য শুধু আবার নয় দেশ গড়তে বার বার দরকার শেখ হাসিনা সরকার। একমাত্র বঙ্গবন্ধুকন্যা দেশ ও দেশের মানুষের উন্নয়নে এবং আর্থসামাজিক মুক্তির জন্য সর্বদা সংগ্রাম করে। শোষিত মানুষের মুক্তির জন্য বিশ্বে পরিমন্ডলে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মানবিক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকে দেখে বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানগণ তাদের রাষ্ট্রে সমস্যা ও সম্ভবনার কর্মপরিকল্পনা তৈরী করে। বঙ্গবন্ধুকন্যা ও বিশ্ব রত্ন শেখ হাসিনার প্রতি এদেশের মানুষের ভালোবাসা যেমন উদার, তেমনি আস্থা ও বিশ্বাস আছে অবিচল। একারণে জামাত বিএনপি দেশে মানুষকে জিম্মি করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে তারা আবার চোরাই পথে অথবা অবৈধ ব্যবস্থায় ক্ষমতায় আসতে পারে। ৮ নভেম্বর বুধবার দিনব্যাপী গাইবান্ধা ৩ আসনের নির্বাচনী এলাকা সাদুল্লাপুর উপজেলা বিভিন্ন কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। 



তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যাতে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে। আতঙ্কিত না হয়ে আইন শৃংখলা বাহিনীকে সন্ত্রাসীদের বিষয়ে তথ্য প্রদান করতে হবে। দেশটা আপনার আমার সবার দেশের নিরাপত্তা ও শৃংখলা বজায় রাখতে সকলের ভূমিকা থাকা দরকার৷ 



এদিন সকালে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর দ্বিমূখূ দাখিল মাদ্রাসায় গবেষণাগারের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন, ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর মৌজায় ১:০০ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এরপর ৮নং ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর গ্রাম ও ৫নং ফরিদপুর ইউনিয়নের বুড়ির বাজারের মধ্যবর্তী ১:১২৭ কিলোমিটার এবং ৪নং জামালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের রাধা গোবিন্দপুর মন্দিরের সামনে ১:০০ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে ঐচ্ছিক তহবিল ও ত্রাণের চেক ও টিন বিতরণ, ১নং রসুলপুর ইউনিয়নস্থ ছান্দিয়াপুর বাজারের পশ্চিমে ১:৫০ কিলোমিটার এবং আনন্দ বাজারে ১:০০ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন,২নং নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ গ্রামে ১:০০ কিলোমিটার এবং নামাপাড়ায় ১:১৫ কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।



এসময় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল,সাধারণ সম্পাদক সহিদুল্ল্যাহেল কবির ফারুক,বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,উপজেলা প্রশাসনের কর্মকর্তারাসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।