lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-28T04:17:50Z
ব্রেকিং নিউজ

মাদারগঞ্জে নারীর ক্ষমতায়নে তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

Advertisement


 

আকন্দ সোহাগ

জামালপুরের মাদারগঞ্জে নারীর ক্ষমতায়নে  তথ্য আপার ৮৬তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৭ নভেম্বর)  সকালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)  আওতায় আদারভিটা ইউনিয়নের কয়ড়া গ্রামের ৫০ জন নারীকে নিয়ে এই উঠান বৈঠকের আয়োজনে করে উপজেলা তথ্যকেন্দ্র অফিস। এতে সভাপতিত্ব করে স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। উপজেলা তথ্য কর্মকর্তা ( তথ্য আপা) দিপা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেক। বৈঠকে তথ্য কেন্দ্রের বিনামূল্যে সেবাসমূহ এবং সরকারের সার্বিক কার্যক্রমসমূহ তুলে ধরা । নারী নির্যাতন, বাল্যবিয়ে, আইনী সহায়তা বিষয়ে আলোচনা করা হয়।