Advertisement
মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের টিলারচর গ্রামে দুই বছর যেতে না যেতেই পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধে প্রায় ৩০মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে।
এতে উপজেলার পদ্মা রক্ষা বাঁধটি হুমকির মুখে পড়েছে।শনিবার (৪ নভেম্বর) বিকালে পদ্মা নদীর ওই গ্রামে পয়েন্টে বাঁধে ধস দেখা দেয়।
এঘটনায় সরজমিনে রবিবার সকালে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্সেদ, উপজেলা চেয়ারম্যান মো. কাউছার ও ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা বাধেঁর ধসে যাওয়া স্থানটি পরিদর্শনে যান।
পাউবো'র উপ-সহকারী প্রকৌশলী আলতাফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে শাহীনুজ্জামান নামক এক স্থানীয় বালু ব্যবসায়ী পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে ভারী পাইপলাইনের মাধ্যমে বলগেইটের বালু লোড-আনলোড করে আসছিল।
এতে পদ্মার তীর সংরক্ষণ বাঁধের তলদেশের মাটি সরে গিয়ে প্রায় ৩০ মিটার এলাকা ধসে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বাধঁটি।
ইউএনও মেহেদী মোর্শেদ বলেন, পদ্মা রক্ষা বাঁধের ওপর দিয়ে বলগেইটে বালু আনলোড দ্রুত বন্ধ করার পাশাপাশি শিঘ্রই ধসে যাওয়া বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।