lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-08T11:00:02Z
মানববন্ধন

ঝিনাইদহে তিন আবাদি ফসলি জমিতে অবৈধ কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

Advertisement


ঝিনাইদহ প্রতিনিধি: 


ঝিনাইদহ সদর শৈলকুপা ভাটই বাজার কুলচারা গ্রাম এলাকায় তিন ফসলি জমিতে কারখানা নির্মাণ বন্ধের দাবিতে উপজেলার ভাটই বাজার এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সমাবেশ চলে। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ এতে অংশ নেয়। ভুক্তভোগি সরোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শাহাদৎ হোসেন, ওলিয়ার হোসেন, মাজেদ বিশ্বাস,  হবিবর রহমান,আমির হোসেন, মাসুদ রানা, আবু কাশেম, মনোয়ারা বেগম,স্বপ্ন খাতুন, মিরা খাতুন, ডালিম,রহিমা খাতুন, হোসনেয়ারা, আলমগী হোসেন ঠান্ডু প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ফসলি জমি নষ্ট করে শিল্প প্রতিষ্ঠান না করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া কোন জাতিকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু একটি কিছু কুচক্রিমহল প্রধানমন্ত্রীর ঘোষণা উপেক্ষা করে তিন ফসলির জমিতে অবৈধ স্থাপনের পাঁয়তারা করছে। বর্তমানে জমিতে তারা ধান সহ বিভিন্ন ফসলাদী চাষাবাদ করছেন। শিল্পপ্রতিষ্ঠান গড়ার জন্য শিল্পনগরি বিসিকে অনেক জায়গা সরকারের পতিত রয়েছে। সেখানেও হতে পারে। কিন্তু ফসলি জমি নষ্ট করে কারখান নির্মাণ যুক্তিযুক্ত নয়। এসময় সরোয়ার হোসেন জানান, তার আমার বাপ-দাদার পৈত্রিক জমি দখল করে অবৈধ পলিথিন এবং কাটুন কারখান তৈরি করছে যার ফলে আমাদের আবাদি জমি এখন ভুমকি মুখে। এসম নিতি আরোও বলেন, আমি তাদের এবিষয়ে বললে তার আমাকে হত্যার হুমকি এবং বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, এর আগে অনেক বার আমাকে ভাড়া করা গুন্ডা বাহিনি দিয়ে মার ধোর এবং লাঞ্চিত করেছে। মিরা খাতুন নামে এক বক্তা বলেন, আমার জানা মনে কোন দিনে দেখি নাই যে, মাঠের মাঝ খানে এমন আবাদি জমি দখল করে কোন কারখান হয়। 



এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছিরর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, ঝিনাইদহ সদর শৈলকুপা ভাটই বাজার কুলচারা গ্রাম এলাকায় এমন কারখান তৈরি হচ্ছে আমার জানা নেই আর এমন (আপনারদের ভাষ্য মতে) তিন আবাদি জামিতে কারখান তৈরির ছাড়পত্র দেওয়ার প্রশ্নই ওঠেনা। এবিষয়ে, কারখানার মালিক তোফাজ্জেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সকল নিয়ম মেনেই কারখানা তৈরি করছি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে কি ? জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান খুলনা থেকে আমি ছাড়পত্র নিয়ে আসবো তখন এখানকার অফিস ছাড়পত্র দিতে বাধ্য হবে।