lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-29T11:05:41Z
সড়ক দুর্ঘটনা

বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Advertisement


 

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধি:-নাটোরের বাগাতিপাড়ায় মোটরবাইক দুর্ঘটনায় ১ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে উপজেলার মুরাদপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিহাদ আলী (১৮)। সে পার্শ্ববতী লালপুর আব্দুলপুর শোভ এলাকার কামাল আলীর ছেলে এবং আহত ইমন (১৮) একই এলাকার সোহাদীপাড়ার সুজন আলীর ছেলে।


স্থানীয়রা জানান, জিহাদ ও ইমন মোটরবাইক যোগে নিজ এলাকা থেকে বাগাতিপাড়ার দয়ারামপুর এর উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়িটি প্রচন্ড চলায় মুরাদপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে ধাক্কা খায়ে ঘটনাস্থলেই জিহাদ এর মৃত্যু হয়। তবে আহত ইমনকে ফায়ার সার্ভিসের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম।


বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনর্চাজ (ও.সি) নান্নু খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরবাইক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।