Advertisement
নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) উপজেলার একমাত্র বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নাটোর জেলা ক্রীড়া কার্যালয় আয়জনে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, লালপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমূখ।
এসময় বক্তরা বলেন, স্বাভাবিক কোনো শিশুর প্রতিযোগিতা নয়, শুধুমাত্র প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন স্থানে সুস্থ শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কিন্তু প্রতিবন্ধী শিশুদের উৎসাহ-অনুপ্রেরণা দিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয়। প্রতিবন্ধীরা সবসময় থাকে উপেক্ষিত। প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করেছে সুযোগ দিলে তারাও অনেক কিছু করতে পারে।