lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-07T10:38:02Z
রাজনীতি

নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে নিজেই লাপাত্তা যুবদল নেতা

Advertisement


প্রতিনিধি বরগুনা :


বিএনপি ও জামায়াতের চলমান হরতাল-অবরোধে বরগুনায় খুব একটা দেখা যাচ্ছেনা বিএনপি ও সমমনা সংগঠনের নেতাকর্মীদের। তবে ৪৮ ঘন্টার অবরোধ পালনে ফেসবুক পোস্টে কঠোর হুশিয়ারি দিয়েছিলেন যুবদলের এক নেতা। অবরোধ পালনে অবহেলা হলে নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নিজেই লাপাত্তা তিনি। 


ফেসবুক পোস্টে হুশিয়ারি দেওয়া ওই নেতার নাম জাহিদ হোসেন মোল্লা। বরগুনা জেলা যুব দলের সভাপতি তিনি। ৪ নভেম্বর রাতে বিএনপির ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে 'নোটিশ' লিখে জাহিদ হোসেন মোল্লা নিজ ফেসবুক আইডিতে লেখেন, বরগুনা জেলা যুবদলের সকল ইউনিটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি সফল ভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া গেল। কোন ভাবে অবহেলা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


তার ওই পোস্টে নেতাকর্মীদের মধ্য থেকে সম্মতি জানিয়েছিলেন অনেকে। কিন্তু ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও জাহিদ হোসেন মোল্লা ও তার নেতাকর্মীরা প্রকাশ্যে আসেননি।


নাম না প্রকাশের শর্তে বরগুনা জেলা যুবদলের অপর এক নেতা বলেন, চলমান কর্মসূচি ছাড়াও সবসময়ই বাস্তব অপেক্ষা ফেসবুকেই নিজের রাজনৈতিক কর্মকান্ড সীমাবদ্ধ রাখছেন জেলা যুবদলের সভাপতি।


এ বিষয় যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। 


এ নিয়ে বরগুনা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরও পোস্ট করেন। তিনি বলেন, বরগুনায় যুবদলের দশটি ইউনিটের নেতৃবৃন্দর ইস্পাত কঠিন মনোবলই বিজয় আনবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকর ও হয়রানির কারণে অনেক নেতাকর্মীরা ঘর ছাড়া, তাই একত্রিত হয়ে কর্মসূচি পালনে কিছুটা সমস্যা হচ্ছে।



বরগুনার পুলিশ সুপার আবদুস ছালাম জানিয়েছেন, বরগুনায় যাতে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।