Advertisement
আর জে নুরনবী ইসলাম রাজ, লালমনিরহাট:-লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলার বেংকান্দা এলাকায় ৫ মাস অন্তঃসত্ত্বা নারী গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করে , পাটগ্রাম ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বেংকান্দায় দাদার বাড়িতে বুধবার (২৯ নভেম্বর) বেলা ১ টায় এই ঘটনা ঘটে । জানা যায় রাবিউল ইসলামের মেয়ে রোমনা (১৬) একই এলাকার আবুল হোসেনের ছেলে হাবিবুর রহমানের সাথে ২০ দিন আগে অপকর্ম করতে গিয়ে ধরা খায় এমতা অবস্থায় এলাকাবাসী বিয়ে দেন। এলাকাবাসী বলেন বিয়ের পর থেকেই মেয়েটিকে ছেলের মা অনেক মারধর সহ নানান নির্যাতন টর্চার করে মারা যাওয়ার ৭ দিন আগেই দাদার বাড়িতে পাঠিয় দেন ।
আরো জানা যায় মেয়েটিকে দাদার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে স্বামী ফোন দিয়ে মেরে ফেলার নানা হুমকি দুমকী দেন সেই কারনে ৫ মাস অন্তঃসত্ত্বা মেয়েটি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয় টি নিশ্চিত করেন ।