lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-16T09:03:43Z
আইন ও অপরাধ

সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে হত্যা'র ঘটনায় র‍্যাবের হাতে গ্রেফতার ৩

Advertisement


এম এস সাগর, স্টাফ রিপোর্টার:


গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতাকে কুপিয়ে এবং রগ কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মুল পরিকল্পনাকারীসহ তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা।



বুধবার দুপুরে র‍্যাব-১৩ রংপুর সদর ব্যাটালিয়ান ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার মোঃ আরাফাত ইসলাম জানান, এ যুবলীগ নেতা জাহেদুল হত্যাকান্ডের মুলহোতা সোনারায় ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মারুফ। জয়নাল মিয়া সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক সদস্য এবং মোজাম্মেল হক একজন জামায়াত কর্মী।



প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম (৪৫) কে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত-বিএনপির কিছু দুষ্কৃতিকারী হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে এবং এর এক পর্যায়ে গত ১২নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হতে ছাইতনতলা আসার পথে শাখামারা ব্রীজের উপরে পৌঁছামাত্র পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় জাহিদুলকে এলোপাথারী লোহার রড, চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করে ও ধারালো ছোরাদ্বারা রগ কেটে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।



পরে এলাকাবাসী জাহিদুলকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে অবস্থা আশঙ্খা জনক দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরদিন ১৩নভেম্বর রমেকে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে জাহিদুল মারা যায়। ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ২৩জন এজাহার নামীয় আসামী ও ১৫-২০জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় মামলা রুজু করে। যার মামলা নং-০৯, তারিখ-১৩/১১/২০২৩, ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড। ঘটনার পর সুন্দরগঞ্জ থানা পুলিশ ৪জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।



এরই ধারাবাহিকতায় দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতাকারীদের বিরুদ্ধে র‌্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন তথ্য উপাত্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৪নভেম্বর ঘটনার ২৪ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার অন্তর্ভুক্ত হরিপুর ইউনিয়নের রাঘবচর এলাকার পূর্ব শিবরাম গ্রামের মোঃ আঃ ছাত্তারের ছেলে জয়নাল মিয়া (৩৪) কে পীরগাছা থানা এলাকা থেকে গ্রেফতার করে। এরপর সুন্দরগঞ্জ থানার পশ্চিম কৈবদ্যনাথ গ্রামের মৃত মুসলিম ব্যাপারীর ছেলে মোজাম্মেল হক (৫০) এবং ওই হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী পশ্চিম কৈবদ্যনাথ গ্রামের আঃ মালেকের ছেলে মারুফ (২৫) কে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, মারুফের পরিকল্পনা অনুযায়ী আসামীরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ জাহিদুল ইসলাম (৪৫) কে হত্যার ছক তৈরি করে। এরই পরিপ্রেক্ষিতে জাহিদুলকে গত ১২নভেম্বর শাখামারা ব্রীজের উপর নিয়ে আসে এবং তারই পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে ওৎ পেতে থাকা তার সহযোগীরা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীরা সম্প্রতী ঘটে যাওয়া কিছু নাশকতার ঘটনার সাথে জড়িত বলেও জানান তিনি। এ ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতারে র‍্যাব সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। ধৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।