Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম আহমদ চৌধুরী।
টানা দুইবার দলের মনোনয়নবঞ্চিত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন ত্যাগী এই আওয়ামীলীগ নেতা।
শামিম আহমদ চৌধুরী নিজেই প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্ট বলেছেন স্বতন্ত্র প্রার্থীদের জন্য মাঠ উন্মুক্ত, জনপ্রিয়তা প্রমাণ করার সুযোগ রয়েছে। তাই নির্বাচনকে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য সুনামগঞ্জের ৫টি আসনের জনগুরুত্বপূর্ণ একটি আসন (ছাতক-দোয়ারাবাজার) আসনের নির্বাচন করব।তিনি সকলের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করেন।’
প্রসঙ্গত,২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন শামিম আহমদ চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।