Advertisement
নিজেস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে নানা কর্মসূচি পালন করা হয়েছে। দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সেনানিবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কেক কেটা হয়।অতিথিদের নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনালের আবদুল কাইয়ুম মোল্লা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এমপি, পংকজ নাথ এমপি, সংরক্ষিত এমপি সৈয়দা রবিনা আক্তার মীরা, ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনালের আবদুল কাইয়ুম মোল্লা, বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, মেট্রো পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সহ বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির জেলা প্রশাসক সহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।