Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্:
বোয়ালমারীতে বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ঘন্টা অবরোধের প্রথম দিনে আজ রাত ৯ টা ৫০ মিনিটের সময় বোয়ালমারী উপজেলার রামচন্দ্রপুর ব্রিজের সামনে ফরিদপুর থেকে ব্যাসপুরগামী গ্লোবাল আব্দুল্লাহ্ শাহ্ লোকাল বাস (ফরিদপুর-ব ১১-০১৬০) ড্রাইভারকে লক্ষ করে পাথর ছুড়ে বিএনপি-জামায়াত সমর্থনকারীরা।
এতে বাসের সামনের গ্লাস, লুকিং গ্লাস, সাইডের গ্লাস ভেঙ্গে যায়। বাসের ড্রাইভার গফ্ফার সিকদার দ্রুত বাস চালিয়ে সহস্রাইল বাজারে চলে আসে।
আব্দুল্লাহ্শাহ্ লোকাল বাসের ড্রাইভার গফ্ফার সিকদার বলেন বোয়ালমারী থেকে ব্যাসপুর যাওয়ার জন্য বাস নিয়ে রওনা দিয়ে রামচন্দ্রপুর ব্রিজের সামনে পৌছালে কিছু বুঝে উঠার আগেই ৩/৪ জন যুবক বাস লক্ষ করে পাথর ছুড়ে মারে এতে সামনের গ্লাস,লুকিং গ্লাস, ড্রাইভারের জানালায় গ্লাস ভেঙ্গে যায়।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.ইস্রাফিল মোল্যা বলেন লোকাল বাসের গ্লাস ভাংচুরের কথা শুনে বাস পরিদর্শন করি,উপজেলা ও থানা পুলিশকে অবহিত করি।
লোকাল বাস ভাংচুরের খবর পেয়ে সহস্রাইল বাজারে গ্লাস ভাংচুরকৃত বাস পরিদর্শন করেছেন,উপজেলা যুবলীগের সদস্য ইমরুল চৌধুরী, ওহিদুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফাত বাপ্পীসহ নেতৃবৃন্দ।
বোয়ালমারী থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ পিকেটিংয়ের শিকার আব্দুল্লাহ্ শাহ্ লোকাল বাস পরিদর্শন করেছেন।
মাসুদুর রহমান বলেন আমরা অবরোধের সময় বোয়ালমারী উপজেলার প্রতিটি স্পট,জানমালের সুরক্ষার জন্য টহলসহ সার্বক্ষণিক কাজ করছি।
লোকাল বাসের ড্রাইভারকে লক্ষ করে যারা পাথর মেরে গ্লাস ভেঙ্গেছে তাদের চিহ্নিত করে আইননানুগ ব্যবস্থা করতে কাজ করছে থানা পুলিশ,অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না।