lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-23T10:37:00Z
আইন ও অপরাধ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেন বিজিবি

Advertisement


মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) পক্ষ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিজিবি’র মাঠ প্রাঙ্গনে এ ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। “মুজিব বর্ষের অঙ্গীকার সুরক্ষিত রাখিব বর্ডার” এই শ্লোগানে ঠোকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি’র) আয়োজনে ধ্বংস কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিজিবি’র রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রিডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি’র) অধিনায়ক লে: কর্নেল মো: তানজীর আহম্মদ। এ সময় বিজিবি’র বিভিন্ন কর্মকর্তা, বিজিবি হাসপাতালের অধিনায়ক, বেসামরিক প্রশাসন, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রায় ৬৯ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়।