lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-12T16:44:13Z
আইন ও অপরাধ

বেনাপোলে ১২ পিচ স্বর্ণের বার সহ তিন চোরাকারবারি আটক

Advertisement


জহিরুল ইসলাম যশোর সংবাদদাতা 


যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ১২টি সোনার বার ও একটি মোটরসাইকেলসহ তিন সোনা চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য এক কোটি ২৫ লাখ ৯৮ হাজার টাকা।



শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর নামকস্থানে অভিযান চালিয়ে এ সোনার চালানটি আটক করা হয়।আটকৃতরা হলেন, আজমীর, জালাল ও নুরুজ্জামান। তাদের সবার বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।



২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামস্থ কৃষ্ণপুর নামকস্থানে রাস্তার পাশে অবস্থান নেয় বিজিবি। কিছু সময় পর বিজিবি টহল দল বেনাপোল থেকে দৌলতপুরের দিকে একটি মোটরসাইকেল আসতে দেখে বিজিবির সদস্যরা থামার সংকেত দিলে না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তিনজনকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। স্বর্ণের  বারগুলো অভিনব কায়দায় শরীরে লুকানো ছিল ।



উক্ত সোনার বারগুলো ট্রেজারী শেষে  অফিসে এবং আসামি ও মোটরসাইকেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।