lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-30T13:44:31Z
ব্রেকিং নিউজ

মাধবদীতে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ।। বাড়ি-ঘর ভাংচুর। বাদ যায়নি মসজিদ ও বিদ্যালয়ও

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়াঃ গত তিন দিন যাবত থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, ভাংচুর ও লুটপাট। যা থেকে বাদ পরেনি মসজিদ ও বিদ্যালয়। নরসিংদী সদর উপজেলার মাধবদী  মেহেরপাড়া ইউনিয়নে নাগরার হাট ও বেপারী পাড়া এলাকার লোকজনের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গ্রামের আধা কিলোমিটার রাস্তার আশেপাশের সব বাড়িঘরে টিনে,  গেইটে কুপের চিহ্ন ও ভাংচুরের চিত্র। বর্তমানে পুরুষশূণ্য গ্রামে নারী ও শিশুরা ভয়ে আতংকিত।  সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষই মাধবদী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের পর গতকাল ২৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মোঃ কামাল মিয়া গংরা বহিরাগত লোকজন নিয়ে মোঃ হুমায়ুন গংদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নাগরার হাট আল ইকরা জামে মসজিদ এর জানালার গ্লাস ভাংচুর করে মসজিদের উন্নয়নে মুসল্লীদের দেওয়া দান বক্স ভেঙে নগদ অর্থ লুটপাট করেছে হামলা কারীরা। নাগরার হাট এলাকার ১০/১৫ বাড়ি ঘর ও দোকানপাট কুপিয়ে ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। হামলা চলাকালীন এলাকার লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজার মাছের আড়ত সংলগ্ন নাগরার হাট রাস্তার শুরু থেকে বেপারী পাড়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতো মধ্যে অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। তাদের এ হামলা থেকে বাদ পড়েনি স্কুল মাষ্টারের বাড়িও। মাষ্টারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভেড়া কুপিয়ে জিনিসপত্র ভাংচুর করে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। দফায় দফায় হামলার ঘটনায় আমরা আতকিং হয়ে গেছি। যেকোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। আমরা এলাকার সাধারণ জনগণ প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ কামনা করছি।