lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-26T16:23:54Z
রাজনীতি

নরসিংদী-৫ আসনে রাজি উদ্দিন আহমেদ রাজু নৌকার মাঝি হওয়ার রায়পুরায় আনন্দ মিছিল

Advertisement


 

শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা)আসনের নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য  রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


এ খবরে আনন্দ মিছিল করেছে রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 


রবিবার (২৬ নভেম্বর) বিকাল ০৪:৩০ মিনিটে রায়পুরা পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি রায়পুরা বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে  নরসিংদী-৫ আসনের জন্য ১২জন আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রার্থী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। 


সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।