Advertisement
পাবনা জেলা প্রতিনিধি:
দেশের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা প্রতি বছরের মতো এবার উত্তরণ পাবনার ১৬ তম বর্ষ পদার্পণে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করে গত ১৩ নভেম্বর সোমবার বিকেল তিনটা থেকে জেলা পরিষদ রশিদ হল মিলনায়তনে।
উক্ত অনুষ্ঠান উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি,গল্পকার, গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি, ও দ্বিতীয় পর্বে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমী, পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ তসলিম হাসান সুমন,সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাবেক সভাপতি আবুল কাশেম, দৈনিক এরোমনি সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মাহবুবুল আলম ফারুক, কবি এ্যাডঃ আজিজুল হক,রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও উত্তরণ পাবনার উপদেষ্টা কাজী মাহবুব মোর্শেদ বাবলা, শহীদ বুদ্ধিজীবী ডাঃ ফজলে রাব্বি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালফি আল-ফাত্তাহ,উত্তরণ পাবনা'র নীলফামারী জেলা শাখার সভাপতি কবি ও আবৃত্তিকার সেলিনা সাথী, কবি আমিনুল ইসলাম খান,কণ্ঠশিল্পী এইচ আল আমিন, চাটমোহর উপজেলার ভাইস চেয়ারম্যান কবি ফিরোজা পারভীন,ইছামতি থিয়েটারের পরিচালক ভাষ্কর চৌধুরী,সোনার বাংলা মা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী, খোলা কাগজের পাবনা প্রতিনিধি হুমায়ুন কবির। ভারতের নাট্যকর্মী ও প্রাবন্ধিক সত্যকাম বাগচী,কবি, সাংবাদিক ও কলামিস্ট আব্দুল কাইউম, আহ্নিক সম্পাদক ও গিটারিস্ট পূবালী দেব,কণ্ঠশিল্পী সন্জ্ঞীব ব্রজবাসী,স্থির চিত্রগ্রাহক রাহুল সরকার। সাহিত্যে বিষয়ক মুক্ত আলোচনা করেন, উত্তরণ পাবনার উপদেষ্টা কবি গল্পকার, গীতিকার ও শিক্ষাবিদ এনামুল হক টগর।
এছাড়াও উপস্থিত ছিলেন,পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি সুমন শামস,কবি ও ঔপন্যাসিক ডাঃ মোখলেস মুকুল, কবিতা সংসদ পাবনার সভাপতি কবি মানিক মজুমদার,কবি গল্পকার,প্রকাশক ও সংগঠক রেহানা সুলতানা শিল্পী,কবি ও সাংবাদিক শফিক আল কামাল,কবি ফিরোজা খান রিটায়ার্ড,কবি ইদ্রিস আলী মধু,কবি ও চলচ্চিত্রকার দেওয়ান বাদল,কবি ও আবৃত্তিকার বাবলা মাহফুজ,কবি আসমান আলী,কবি ও আবৃত্তিকার অন্জ্ঞলী ভৌমিক, কবি ও শিক্ষাবিদ জেবুন্নেসা ববিন,কবি ও গীতিকার মরিয়ম বেলারুশি,কবি ও নাট্যশিল্পী শান্তিকাম রায়,কবি ফাতেমা বেগম,কবি আজিজা পারভীন, গল্পকার আতাউল মাসুম,কবি সালেক শিবলু,কবি ও কণ্ঠশিল্পী উত্তম কুমার,কবি শেখ আব্দুস সাত্তার,যুবায়ের খান প্রিন্স, দৈনিক আজকের বসুন্ধরা জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মোমিন,কবি শারাফা বিনতে শরীফ নাবা, উত্তরণ পাবনার সহ সভাপতি মাসুদ হাসান রনি, সহ সাধারণ সম্পাদক রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সহ সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, শাখা সম্পাদক ফাহাদ আলম, সদস্য কবি বেলাল হোসেন, প্রচার সম্পাদক সুপ্ত নীড়, সদস্য সুমাইয়া আফরীন তন্নী, আবৃত্তি সম্পাদক রওশন রুশো, সহ প্রচার সম্পাদক রজনী আক্তার,সদস্য আজিজুল আজিম,মোঃ সামসুল আলম প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সৈয়দা জহুরা ইরা, পলাশ আব্দুল্লাহ ও আফিয়া ফারজানা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উত্তরণ পাবনার কার্যকরি সদস্য পলাশ আব্দুল্লাহ, গীতা পাঠ করেন কবি মধুসূদন মজুমদার। স্বাগত বক্তব্য প্রদান করেন উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক সৈয়দা জহুরা ইরা। অনুষ্ঠান জাতীয় সংগীত দিয়ে শুরু হয় তারপর সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনের বরেণ্য ব্যাক্তিদের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়, গুণিজন সম্মাননায় ৬ জন কে রজনীকান্ত সেন সাহিত্য পদক প্রদান এবং সমগ্র সাহিত্যে কবি মজিদ মাহমুদ কে উত্তরণ আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়। কবিকণ্ঠে কবিতা পাঠ,বাচিকশিল্পীদের কণ্ঠে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও শিশু-কিশোর দের কবিতা আবৃত্তি দিয়ে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।