Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :বিএনপি জোটের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ রুখে দিতে ফরিদপুরের বোয়ালমারীতে সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগ সকাল থেকেই সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। এ্যাকশন এ্যাকশন ডাইরেক এ্যাকশন,তুমি কে আমি কে বাঙালি বাঙালি।
"শেখ হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়িনাই।"বিএনপি-জামায়াত রাজাকার ধরে ধরে বাছাই কর! স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করে তোলে আওয়ামী লীগমৎস্যজীবী লীগের নেতা কর্মীরা।
বোয়ালমারী উপজেলার চৌরাস্তা ও ওয়াপদা মোড়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে ৯ নভেম্বর বৃহস্পতিবার অবস্থান করে সাধারণ মানুষের সামনে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা এবং বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের কথা তুলে ধরছেন নেতারা।
ফরিদপুর জেলা মৎস্যজীবী লীগের সাবেক ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পরশ সিকদার,পৌর মৎস্যজীবী লীগের আহবায়ক গাফ্ফার বিশ্বাস ও যুগ্ম-আহবায়ক কামরুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সতর্ক ও কঠোর অবস্থান নেয়।
আছাদুজ্জামান পরশ সিকদার বাংলাদেশ প্রকাশকে বলেন আওয়ামীলীগ নিয়মতান্ত্রিক আন্দোলনের স্বপক্ষে। তারা বিএনপি-জামায়াতের হত্যা ও জ্বালাও-পোড়াওয়ের বিপক্ষে। আগুন সন্ত্রাস ও পুলিশ হত্যা বিএনপি-জামায়াতের সংস্কৃতি। বিএনপি একটা জনবিচ্ছিন্ন দল। তাদের নেতৃত্বে দুইজনই দন্ডপ্রাপ্ত আসামি। যেভাবে গত ২৮ তারিখে তারা পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে হত্যা করেছে তা সারা বিশ্বে নিন্দার ঝড় উঠছে।
এবারের বিএনপির অবরোধে আবারও প্রমাণিত বোয়ালমারীর মাটি আওয়ামীমীলীগের ঘাটি। অবরোধে যানবাহন চলাচলে তারা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। বিএনপি-জামায়াতের অবস্থান শক্ত না হলেও
তারা অবরোধ দিচ্ছে, যা সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। এবারের অবরোধেও তারা রাতেরবেলা যানবাহনে আগুন দিয়েছে। তাদের ছোঁড়া বোমা হামলায় ৫ জন পুলিশ আহত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বোয়ালমারীতে সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে স্বাধীনতা বিরোধী শক্তির রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ড আগুন সন্ত্রাস রুখে দেবে।