lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-11T16:12:36Z
জাতীয়

রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে ৩ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

Advertisement


মাহতাবুর রহমান, নিজস্ব প্রতিবেদক :


রোববার ১২ নভেম্বর সকাল ৬টা থেকে বিএনপি, জামায়াত ও বিরোধী জোটের চতুর্থ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির আগেই রাজধানীতে তিন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।



রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার ১১ নভেম্বর রাত ৮টা ৩০ মিনিটের দিকে  আরামবাগ নটরডেম কলেজের পুলিশ বক্সের পাশে, পৌনে ৯টার দিকে গাবতলীর বাস স্ট্যান্ডের সামনে এবং রাত ৯টা ১৫ মিনিটের দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার।



ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, নটরডেম কলেজের সামনে লাল সবুজ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই খবরের সাত মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপণে কাজ করছে। তিনি আরও বলেন, গাবতলী বাসস্ট্যান্ডের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে । রাশেদ বিন খালিদ গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে বাসে আগুন দেওয়া হয়েছে বলে খবর নিশ্চিত করেন।



শেষ খবর পাওয়া পর্যন্ত কতজন  হতাহত হয়েছে ও কারা আগুন দিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।