Advertisement
বরিশাল ব্যুরো
রবিবার ১২/১১/২০২৩ খ্রি. সকাল ১০ টায় তারিখে ভোলা জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয়, ভোলা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা এবং কার্যকর ও সফলতার সাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সম্পন্ন করায় ভোলাবাসী ও আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীদিনের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
একইসাথে ১৯৭০ সালের আজকের এই দিনে ভয়াল ভোলা ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, জনাব মো: মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, জনাব মোঃ আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।