Advertisement
সৈয়দ তারেক মো.আব্দুল্লাহ্ :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে আপলোড করেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক।
১২ নভেম্বর (রবিবার) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন রাজনৈতিক অভিভাবককে দলীয় মনোনয়ন দেওয়ার আর্জি করেন প্রান্ত সিদ্দিক।
তিনি চিঠিতে উল্লেখ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালে অপরিচিত একজনকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়,আমরা আপনার সিদ্ধান্ত মেনে নিয়ে ছাত্রসমাজসহ তিন উপজেলার মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করি।
দলীয় এমপি নির্বাচিত হওয়ার পর ফরিদপুর-১ আসন অবহেলিতভাবে পড়ে থাকে, নেতা-কর্মীদের সাথে তাঁর কোন যোগাযোগ ছিলনা। বিএনপি-জামায়াতের হুমকি-মামলা হামলায় তাঁর সাথে যোগাযোগ করে কাছে পাওয়া যায়নি।
প্রান্ত সিদ্দিক খোলা চিঠিতে উল্লেখ করেন প্রিয় নেত্রী আপনার কাছে আমাদের একটাই আবেদন,আপনার এই তৃনমূলের কর্মীদের বাঁচাতে,আমাদের একজন সঠিক অভিভাবক হিসেবে রাজনৈতিক পরিবারের ও রাজনীতি করা একজন মানুষকেই আপনি মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা তাকে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করাবো।
প্রান্ত সিদ্দিক এর লেখা খোলা চিঠি :
দেশরত্ন শেখ হাসিনা আপার কাছে খোলা চিঠি,আমার এই সামান্য চিঠি পৌছবে কিনা তা জানিনা তাও বলছি।
আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে দু-চারটি কথা নিবেদন করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবই জানেন এবং বোঝেন,কারণ আপনি শাসক নন, আপনি দেশহিতৈষী, মানবকল্যাণব্রতী,আপনি দরদী, আপনি হৃদয়বান,আমি জানি দেশের কোথাও দুঃখজনক ও খারাপ কিছু ঘটলে,অন্যায় ও মানবতার অপমান হলে আপনার হৃদয়েও গভীর রক্তক্ষরণ হয় ।
তাই আপনার কাছে বিনীত আরজ আমি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের একজন সাধারণ কর্মী,আমার বাবার পরিবার আওয়ামীলীগ এর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন,আমার এবং আমাদের একটি আবেদন ফরিদপুর ১ আমাদের এই আসনটি বিগত ০৫ বছর খুব অবহেলিত ভাবে পড়ে আছে,আপনার কাছে একটি আরজি, আগামী সংসদ নির্বাচনে আমাদের মাঝে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষকে নৌকার মাঝি করে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন যাকে আমারা সুখে দুঃখে পাশে পাবো মনের কথা খুলে বলতে পারব,কারন যারা রাজনীতি করে নাই বা করে না তারা কখনো রাজনৈতিক কর্মীর দুঃখ দুর্দশা বোঝে না, কোন খোঁজ খবর রাখে না। আপা ২০১৮ সালে আপনি যাকে আমাদের মাঝে মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন মনোনয়ন পাবার আগে আমরা তাকে সঠিকভাবে চিনতামও না,সে রাজনৈতিক ব্যক্তি না হওয়া সত্ত্বেও আপনার সিদ্ধান্তকে মেনে নিয়ে বোয়ালমারী,আলফাডাঙ্গা,মধুখালীর ছাত্র সমাজ পরিশ্রম করে বিপুল ভোটে নির্বাচিত করি, তিনি নির্বাচনে জেতার পরে তিনি কারো খোঁজ খবর রাখেনি,আমি দুঃখের সাথে বলতে চাই আমি একজন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়া সত্বেও বার বার যোগাযোগ করার চেষ্টা করেছি,বিভিন্ন বিপদে-আপদে তার সরনাপন্ন হয়েছি, কারা নির্যাতিত হয়ে বিএনপি জামাতের হুমকি,হামলা, মামলার, শিকার হয়েও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় তার থেকে কোন সাহায্য সহযোগিতা পাইনি,শুধু আমরা ছাত্র সমাজই নয় বোয়ালমারী,আলফাডাঙ্গা, মধুখালির তৃনমূল নেতাকর্মীদের সাথে তার কোন যোগাযোগ নেই।
আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে সবিনয়ে দুঃখভারাক্রান্ত হৃদয়ে দু-চারটি কথা নিবেদন করছি।
প্রিয় নেত্রী আপনার কাছে আমাদের একটাই আবেদন,আপনার এই তৃনমূলের কর্মীদের বাঁচাতে,আমাদের একজন সঠিক অভিভাবক হিসেবে রাজনৈতিক পরিবারের ও রাজনীতি করা একজন মানুষকেই আপনি মনোনয়ন দিয়ে আমাদের কাছে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা তাকে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করাবো।
আপনার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
শ্রদ্ধাসহ –
প্রান্ত সিদ্দিক
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ
বোয়ালমারী উপজেলা শাখা,বোয়ালমারী ফরিদপুর।