lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
Last Updated 2023-11-16T12:01:14Z
অনিয়ম

পলাশবাড়ী মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ দাখিল

Advertisement


 

আশরাফুল ইসলাম গাইবান্ধা::গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার কর্তৃক কিশোর-কিশোরী ক্লাবের অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জেলা প্রশাসক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহবিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন স্থানীয় সাংবাদিক শাহারুল ইসলাম। 


দাখিলকৃত এ অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলায় পৌরসভাসহ ৮টি ইউনিয়ন রয়েছে। পলাশবাড়ী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পলাশবাড়ী পৌরসভায় ২টি ও প্রতিটি ইউনিয়নে একটি করে মোট ১০টি কিশোর-কিশোরী ক্লাব চালু রয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লাবে ৩০ জন করে শিক্ষার্থী থাকবে। এজন্য সরকার প্রতি শিক্ষার্থীর জন্য ৩০ (ত্রিশ) টাকা নাস্তা বাবদ বরাদ্দ দিয়েছেন। কিন্তু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ৩০ (ত্রিশ) টাকার নাস্তার স্থলে ১২-১৫ টাকার নাস্তা দিচ্ছেন। শুধু তাই নয়, দেখা গেছে কোন ক্লাবে ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত থাকলেও হাজিরা খাতায় ২৮-২৯ জন শিক্ষার্থী উপস্থিত দেখানো হয় এবং কোথাও কোথাও শতভাগ উপস্থিত দেখিয়েও নাস্তার টাকা আত্মসাৎ করা হচ্ছে। এ অভিযোগে আরো উল্লেখ করা হয় জেন্ডার প্রমোটরসহ ক্লাবের অনেক শিক্ষককে নিয়োগ দিতে অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। 

এসকল অনিয়মের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান অভিযোগ কারি সাংবাদিক শাহারুল ইসলাম।

এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার জানান,অভিযোগ কারি অনেকদিন হলো নানা বিষয়ে অভিযোগ তুলছেন। এ অভিযোগ গুলোর সত্যতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, উক্ত অভিযোগ গুলো খতিয়ে দেখা হোক। 


উল্লেখ্য,গত ১৫ নভেম্বর বুধবার এ অভিযোগটি গাইবান্ধা জেলা প্রশাসক,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক,পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সহবিভিন্ন দপ্তরে দাখিল করেছেন।