Advertisement
সালাম মুর্শেদী (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রেনে কাটা পরে পলাশ চন্দ্র বর্মন (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত পলাশ উপজেলার রাধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের হরদেব চন্দ্র বর্মণের ছেলে।
জানা যায়, রবিবার (১২ নভেম্বর) সকালে কিসমত স্টেশন থেকে প্রায় ১ কিঃমিঃ দক্ষিণে ঘোড়াডাঙ্গা এলাকার রেললাইনের উপরে আনমনা হয়ে হাঁটছিল পলাশ। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় তার শরীর দুই অংশে বিভক্ত হয়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।
রেললাইনে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউপি'র চেয়ারম্যান মোঃ আবু জাহেদ।