Advertisement
এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের নাওজোর এলাকার মেসার্স মায়ের দোয়া নামে একটি তেলের দোকানের ভেতর থেকে রহিম মিয়া নামে এক তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ফ্লাইওভার ব্রিজের পাশে নিজ দোকানে নিহতের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।
নিহত রহিম (২৮) ঝালকাঠি জেলার সদর উপজেলার চুন্নু মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগরের টান কড্ডা খোয়ারপাড়া এলাকার আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় ফ্লাইওভার ব্রিজের পাশে তেলের দোকান দিয়ে ব্যবসা করতেন রহিম। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় লোকজন দোকানের ভেতর গিয়ে দেখতে পান রহিম মৃত অবস্থায় পড়ে রয়েছেন। নিহতের নাক ও মুখে দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে জিএমপি'র বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, একজন তেল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।