Advertisement
মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স।
মতবিনিময়কালে দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান, সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, দেওয়ানগঞ্জ মডেল প্রেসক্লাবের আহ্বায়ক এম. এ রাজ্জাক মিকা, সদস্য সচিব মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল ইসলাম অলিদ, সাধারণ সম্পাদক, হারুন অর রশীদ, সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান প্রিন্স উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
তিনি এর আগে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।