lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-07T15:01:03Z
নিরাপত্তা ব্যবস্থাশিক্ষা

পাবিপ্রবিতে নিরাপত্তা কর্মী স্বল্পতা, প্রায়ই ঘটে চুরির মতো ঘটনা!

Advertisement


 

পাবিপ্রবি প্রতিনিধি : 

প্রতিদিন সাড়ে চার হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এই সাড়ে চার হাজার শিক্ষার্থীর বিপরীতে পুরো ক্যাম্পাস জুড়ে মোট নিরাপত্তাকর্মী আছেন ৫৪ জন।তাদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৪ জন নারী। 


প্রতিদিন শিফটে ডিউটি করেন মাত্র ১৩ জন। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দুইজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দুইজন,পরিবহন পুলে একজন, উপাচার্যের বাসভবনে তিনজন, শেখ হাসিনা হলে  তিনজন, ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে  একজন ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একজন শিফটিং ডিউটিতে থাকেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন,শিক্ষক-কর্মকর্তাদের ডরমিটরি, কেন্দ্রীয় লাইব্রেরি, মেডিকেল সেন্টার,কেন্দ্রীয় মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে কোন নিরাপত্তাকর্মী নেই।


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তানশু দাস ভোরের ডাককে বলেন, বিভিন্ন সময়ে হল থেকে মোবাইল, ল্যাপটপসহ হলের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। দেখা যায় অনেক সময় হলের ভিতরে বহিরাগতরা চলাচল করছে, যা খুবই অনিরাপদ। আর হলে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা অধিকাংশ সময় মোবাইলে ব্যস্ত থাকে। 


ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো: সাবজল হোসেনের সঙ্গে কথোপকথনের  সময় তিনি জানান, এত বড়  ভবনে শিফটে মাত্র একজন নিরাপত্তাকর্মী। এখানে ডিউটি থাকলে আমি এই গেটে একাই বসি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলেও একজনের পক্ষে কতটাই সামাল দেওয়া সম্ভব বলেন। আমার সাথে আরো ২/৩ জন থাকলে সুবিধা হতো।


বিশ্ববিদ্যালয়ের আনসার কমান্ডার মো. দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, শিফটিং ডিউটির পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে থাকে আমাদের বেশকিছু আনসার। তবে সুষ্ঠুভাবে নিরাপত্তা দিতে আমাদের আরো আনসার প্রয়োজন। আনসার সংকটের ব্যাপারে আমরা নিরাপত্তা দপ্তরকে জানিয়েছি। বহিরাগত চেনা ও চুরির বিষয়ে তিনি জানান, উন্নয়ন প্রকল্পের কনস্ট্রাকশন এর কাজ চলার কারণে অনেক শ্রমিকের আনাগোনা ক্যাম্পাস জুড়ে। এমন পরিস্থিতিতে বহিরাগত শনাক্তকরণ অনেকটাই কষ্টসাধ্য। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করি এসব বিষয় সামাল দিতে। 


 উল্লেখ্য, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ড. মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নিরাপত্তা কর্মী নিয়োগ চেয়ে ইউজিসিতে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে।