Advertisement
তরিকুল ইসলাম তারেক:
আসন্ন জতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহে জাতীয় পার্টির প্রার্থীর দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) মাহফুজুর রহমান। শুক্রবার সকালে শহরের চাকলাপাড়া তার অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) মাহফুজুর রহমান বলেছেন, ঝিনাইদহবাসী তাদের প্রাপ্য অধিকার পান না। বিভিন্ন কারণে ঝিনাইদহ বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। আসন্ন জতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাররা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে ঝিনাইদহকে আধুনিক শহর উপহার দেব। তিনি বলেন, আমি একটি সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোরার স্বপ্ন দেখছি। বিশে^র বিভিন্ন উন্নত শহরের আদলে ঝিনাইদহকে গড়ে তোলা হবে। এজন্য আমি রাতদিন পরিশ্রম করব। ভোট পেয়ে নির্বাচিত হলে পাঁচ বছরে ঝিনাইদহের চিত্র বদলে যাবে। আমি দায়িত্ব পালনকালে এমন কিছু করে যেতে চাই যেন মানুষ জাপার প্রার্থীকে সারাজীবন মনে রাখে। সুখে দুঃখে সব সময় ঝিনাইদহবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মাহফুজুর রহমান বলেন, আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে।