Advertisement
মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি:
সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া প্রেসক্লাবের সামনে ২২ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা শাখার সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ বগুড়া জেলা শাখার সদস্য সচিব দিলরুবা নূরী, বাসদ জেলা কমিটির অন্যতম সদস্য সাইফুজ্জামান টুটুল, মাসুদ পারভেজ, বাংলাদেশে কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম ও বাসদ জেলা সদস্য ধনঞ্জয় বর্মন। ১৮ ডিস্বেম্বর ২০২৩ থেকে ০৭ জানুয়ারী ২০২৪ পর্যন্ত সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় ওই বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, সংবিধানে প্রত্যেক নাগরিককে মিছিল ও মিটিং-সমাবেশ করার অধিকার দেয়া আছে। অথচ একটা তামাশার নির্বাচনের দোহাই দিয়ে মানুষের এই অধিকার থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত অন্যায়ভাবে জনগণের উপর চাপিয়ে দেয়া হয়েছে। এ ধরনের নিষেধাজ্ঞা সংবিধান বিরোধী। এগুলো এদেশের মানুষ কোনভাবেই মেনে নেবে না বলেও জানান।