lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-07T05:45:14Z
শিক্ষা

মাধবদীর নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ আইনুল হক

Advertisement


 

মুহাম্মদ মুছা মিয়া,  মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:  নরসিংদীর মাধবদী নুরালাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ৫ম বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ আইনুল হক। তিনি দীর্ঘ ৮ বছর যাবত নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।  উল্লেখ্য গত ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত টানা ভোটে অভিভাবক প্রতিনিধি ৬ জন প্রার্থী থেকে ৪জন প্রার্থী নির্বাচিত হন। সরাসরি ভোটে ২৬৯ ভোট পেয়ে তাবারক হোসেন ১ম, ২৬২ ভোট পেয়ে মোঃ মামুন মিয়া ২য়, ২৫১ ভোট পেয়ে মোঃ আব্দুল মোমেন ৩য় ও ২৩১ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস আলী ৪র্থ হয়ে নির্বাচিত হয়েছেন। 

ইতোপূর্বে ১১ সদস্যের ম্যানেজিং কমিটির ১জন দাতা সদস্য, ১জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ২ জন সাধারন শিক্ষক প্রতিনিধি, ১জন মহিলা শিক্ষক প্রতিনিধি বিনাপ্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়। আজ ৬ ডিসেম্বর বুধবার নির্বাচিত মোট ৯জন সভা করে ৫ম বারের মতো মোঃ আইনুল হক কে সভাপতি নির্বাচিত করেন।


 নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আইনুল হক বলেন, আমি স্কুলের সভাপতির দায়িত্ব নেওয়ার পূর্বে ৪০/৫০% পাসের হাড় ছিল। বর্তমানে ৯৭ শতাংশের বেশি পাসের হাড়। স্কুলের কোন ফান্ড ছাড়াই আমার ব্যক্তিগত সম্পর্কের খাতিরে একটা চ্যারিটেবল থেকে অনুদান এনে তিন তলা ফাউন্ডেশন দিয়ে ৯ রুমের এক তলা কমপ্লিট করি। বর্তমান সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম হিরুর সহায়তায় একটি বিল্ডিংয়ের ৩য় তলা সম্প্রসারণ করেছি। স্কুলের পরিবেশ ও লেখাপড়ার মান যথেষ্ট উন্নয়ন হয়েছে। এখন সবাই মিলেমিশে বিদ্যালয়ের আরো উন্নয়ন করতে পারব ইনশাআল্লাহ।