lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-23T04:02:49Z
রাজনীতিসংসদ নির্বাচন

চরভদ্রাসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

Advertisement


 

মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

চরভদ্রাসনে জমে উঠেছে দ্বাদস জাতীয় নির্বাচন। আগামী ৭ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে সব দলের প্রার্থীদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।


নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে উপজেলা জুড়ে রাত দিন প্রচার-প্রচারনায় মাঠ চোষে বেড়াচ্ছেন।


উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচনে ফরিদপুর- ৪ আসনে ৭ জন প্রার্থী দলীয় ও তাদের পছন্দের প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। 


নৌকা প্রতীকের কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্ ও কেন্দ্রয়ী আওয়ামী যুব লীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন (স্বতন্ত্র) প্রার্থী ঈগল ছাড়াও প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীরা হলেন- তৃণমূল বিএনপির- প্রিন্স চোধুরী (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য- নাজমুন নাহার (ডাব), বাংলাদেশ তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য- মাকসুদ আহমেদ মাওলা (ফুলের মালা), জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য- মোঃ আনোয়ার হোসেন (লাঙ্গল) ও  বাংলাদেশ সুপ্রিম পার্টির সদরপুর উপজেলা কমিটির সদস্য- মোঃ আলমগীর কবির (একতারা)।


শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের প্রার্থীর কর্মীদের নির্বাচনের পদচারনায় হাট,বাজারের চায়ের দোকান, ক্লাব, সমিতির অফিস, গ্রাম, গঞ্জ সহ সরগরম হয়ে উঠেছে।


এদিন সদর বাজারের এমকে স্ট্রিল ওন্ড হার্ডওয়ার ব্যবসায়ী মো. মাসুদ খান, চায়ের দোকানদার মো. জাহাঙ্গীর ও সিএনজি চালক মো. আসাদ খান বলেন, আমরা সাধারন জনগন। আমরা দেশে একটি অবাদ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন মাধ্যমে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই।


তারা আরো বলেন, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরনের প্রচার-প্রচারনায় হাট-বাজার সহ গ্রাম, গঞ্জের, আনাচে, কানাচে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে কর্মীরা মেতে উঠেছে।


একইদিন আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন-২১৪ আসনের তৃনমুল বিএনপি কর্তৃক মনোনীত (সোনালী আশঁ) প্রতীকের প্রার্থী প্রিন্স চোধুরী বলেন, আমাদের আশা দেয়া হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি এ নির্বাচনে নিজেকে একজন যোগ্য প্রার্থী দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদি।