lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-07T10:45:56Z
সারাদেশ

আটোয়ারীর ইউএনও'র বদলীজনিত বিদায়ী সংবর্ধনা

Advertisement


সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ 


পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিমের বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 



বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। 



এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউল নবী রেজা'র সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, ছয় ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তর ও অফিসার্স ক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন। 



অনুষ্ঠানে বিদায়ী এ অফিসারের গত দুই বছরের বিভিন্ন কার্মকার্ন্ডের সৃতিচারণ করেন অনেকেই। 



উল্লেখ, সদ্য বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় বদলী হয়ে যাচ্ছেন। তিনি ২০২১ সালের (২৮ ডিসেম্বর) আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন।