lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-12T10:59:22Z
আইন অপরাধ

সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাট, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী র‍্যাবের হাতে গ্রেফতার

Advertisement


 

ফরিদপুর প্রতিনিধি:-

সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাট, যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মো: হাসান গাজী (৩২)'কে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। 


প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ মাঝ রাতে আনুমানিক পৌনে ১টায় র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাধীন পুরাতন সাতক্ষীরা ঘোষ পাড়া কলোনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-১৬, তারিখ-২৫/০৪/১২, জিআর নং-৭৪/১২, ধারাঃ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর টেবিল ৩ (খ); মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দীর্ঘ এক যুগ ধরে পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ হাসান গাজী (৩২), পিতা- মৃত নুর আলী গাজী, সাং- পুরাতন সাতক্ষীরা, ঘোষপাড়া কলোনি, থানা- সাতক্ষীরা সদর, জেলা- সাতক্ষীরা’কে গ্রেফতার করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক বলে স্বীকার করেছে। মোঃ হাসান গাজী বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সে জামিনে মুক্ত হয়ে দীর্ঘ এক যুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।


গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।