lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-01T06:09:19Z
রাজনীতি

জামালপুর ১ আসনে বিএনপির বহিস্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী

Advertisement


 


মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুর ১ (দেওয়ানগঞ্জ -বকশীগঞ্জ) বিএনপির বহিস্কৃত নেতা মাহবুবুল হাসান মাহবুব মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা প্রসাশকের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন। এর আগে গত ২৮ শে নভেম্বর নির্বাচনে অংশ নেওয়ায় মাহবুবুল হাসান কে বিএনপির প্রাথমিক পদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। 


বহিষ্কারের বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীর স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে।  মাহবুবুল হাসান দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুস ছামাদ সুলতান মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।   জামালপুর ১ (দেওয়ানগঞ্জ - বকশীগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হাসান মাহবুব বলেন, বিএনপির বহিষ্কারের সিদ্ধান্ত মেনে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে আধুনিকতার সাথে তাল মিলিয়ে দেওয়ানগঞ্জ - বকশীগঞ্জের উন্নয়ন করবো। 



এছাড়াও,  জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ, জাতীয় পার্টির আবু সায়েম, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন, তৃণমূল বিএনপি র গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।