Advertisement
সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক এমপিকে নৌকা প্রতীককে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামে এ অনুষ্ঠান হয়। নরসিংপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি করম আলী'র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আশ্রব আলী।
ফ্রান্স যুবলীগ নেতা ইদন আলী'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক,সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি ও
দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা,
দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কয়ছর আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন,
,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অনিক কালাম,আওয়ামিলীগ নেতা সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান বলাই,সাবেক ইউপি সদস্য আব্দু সালাম খাঁন,আমির হুসেন,৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো:করম আলী,সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, আশ্রব আলী,ফখর উদ্দিন,উপজেলা কৃষকলীগ নেতা সিদ্দেক আলী,আওয়ামীলীগ নেতা আব্দুল হক,নরসিংপুর ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল বাহার, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান, আতর আলী, যুবলীগ নেতা সোহেল আহমদ,আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী,সমশর আলী,আওলাদ আলী,মছদ্দর আলী,সৈয়দ আহমদ,আব্দুল করিম,সোহাগ আহমদসহ
আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (ছাতক-দোয়ারাবাজার) দুই উপজেলার মা, মাটি ও গণমানুষের নেতা মুহিবুর রহমান মানিক এমপিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে হবে। ছাতক-দোয়ারাবাজারে যে উন্নয়ন হয়েছে তার ধারা অব্যাহত রাখতে সকলকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।