lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-05T18:17:18Z
জাতীয়

আটোয়ারীতে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Advertisement


  

সালাম মুর্শেদী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচার হওয়ার সময় প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এসময় বিভিন্ন আকৃতির পাঁচটি ও ১৫ টি বিস্কুট আকৃতির স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। 


গতকাল (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে  উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও সীমান্তের রমজান পাড়া এলাকার ৪১০ নং মেইন পিলার এলাকা থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ, আটোয়ারীর গিরাগাঁও বিওপি'র টহল টিম। তবে, অবৈধভাবে স্বর্ণের বার পাচার হওয়ার সাথে জড়িতদের কাউকে আটক করতে পারেনি বিজিবি। 


এ ঘটনায় গতকাল সন্ধ্যায় গিরাগাঁও বিওপিতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করে বলেন যে, উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ৩৫১ ভরি ৪ আনা এবং মোট স্বর্ণের মোট ওজন ৪ কেজি ৮৬ গ্রাম যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।


তিনি আরো জানান, গতকাল সকালের দিকে গিরাগাঁও বিওপির টহল দল ওই সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় এক ব্যক্তিকে সীমান্তের একটি ধান ক্ষেতে খড় বাঁধতে দেখে টহল দল তার কাছে যায়। এসময় বিজিবিকে দেখার সাথে সাথেই ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সে স্থানে পরে থাকা একটি ছোট কাপড়ের ব্যাগ হতে স্বর্ণগুলো উদ্ধার করে বিজিবি। 


পরে রাতেই বিজিবি কর্তৃক আটোয়ারী থানায় একটি এজাহার দায়ের করে উদ্ধারকৃত স্বর্ণগুলো থানা হেফাজতে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া।