Advertisement
এস এম আদনান উদ্দিন:-পাবনায় নাশকতা ও ভাংচুরের মামলায় জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ বাহার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের মহিষেডিপু রাজা বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জানা যায়, গত ১৯ নভেম্বর পাবনায় বিএনপির হরতাল কর্মসুচিতে শহরের বড় বাজারে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান ভাঙচুর ককটেল বিস্ফোরণ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ জন নেতার বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও গত ২৯ নভেম্বর পাবনায় বিএনপির অবরোধ কর্মসুচি শেষে শহরের মহিষেডিপু বটতলা এলাকায় পুলিশ ও ডিবির অভিযান চালানোর সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত দুই বিচ্ছিন্ন ঘটনায়
মামলার আসামি ছিলেন পাবনা জেলা যুবদল নেতা বাহার হোসেন।
আজ মঙ্গলবার পাবনা পৌরের ৫ নং ওয়ার্ডের রাজাবটতলা এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা বাহার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন বলেন, মিথ্যা ও ভুয়া মামলায় যুবদল নেতা বাহারকে গ্রেফতার করেছে পুলিশ। এক তরফা নির্বাচন ফাঁকা ফিল্ডে করতে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে বাঁধা দিচ্ছে পুলিশ। একটি সভ্য রাষ্ট্রে পুলিশের এমন নির্যাতন গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা তসলিম হাসান খান সুইট বলেন, পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা গ্রহণকারী পাবনা জেলা যুবদলের অন্যতম নেতা বাহার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বানোয়াট ও মনগড়া পুলিশ বাদী মামলায় একতরফা নির্বাচনের পথ মসৃণ করতে আওয়ামী সরকারকে সহযোগীতা করছে পুলিশ।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম বলেন, নাশকতা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে নাশকতার মামলা চলমান রয়েছে। আইননুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।