lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-09T04:53:11Z
ব্রেকিং নিউজ

ঝিকরগাছায় রাতের আঁধারে পেঁপে বাগান কাঁটার অভিযোগ

Advertisement


 

জহিরুল ইসলাম, যশোর সংবাদদাতা:- 

যশোরের ঝিকরগাছায় রাতের আধারে দুর্বৃত্তরা দুই বিঘা পেঁপে বাগান কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী 

 করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লাউজানী গ্রামের মৃত মোমিনুল হকের ছেলে মোহাইমেনুল হক  মিন্টু (৫২)। তিনি ঐ এলাকার একজন চাষী ও উদ্যোক্তা। ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি চাষাবাদ করে। ভুক্তভোগীর দাবী এলাকার কিছু অসাধু ব্যক্তিরা প্রায় সময় তাকে সর্বস্বান্ত করার জন্য এমন অপকর্ম করে যাচ্ছে।


থানার অভিযোগ সূত্রে জানা যায়, লাউজানী গ্রামের মোহাইমেনুল হক  মিন্টু নওদাপাড়া গ্রামে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দুই বিঘা জমির আনুমানিক ৮০০ ফলন্ত পেঁপে গাছ কেটে, আনুমানিক পাঁচলক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এর আগেও অজানা ব্যাক্তিরা তার দু'শ কলা গাছ কেটে দেয়, আনুমানিক গত তিন মাস আগে লাউজানী রেল ক্রসিংয়ের পাশে তার কলার দোকান পুড়িয়ে দেয়, দোকানের পাশের কলাগাছ কেটে দেয়। এছাড়াও গত শনিবার (০২ ডিসেম্বর) রাতে তার বাড়ীর দেওয়াল ভেঙ্গে বসত বাড়ীর মধ্যে থাকা পানির ৩ হর্স পাওয়ারের সেচ মোটর ও অন্যান্য জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, মিন্টু নামের একব্যক্তির পেঁপে বাগান কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা অভিযোগের উপর তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিবো।