lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-05T15:38:56Z
জাতীয়

সিলেটের জয়নাল উদ্দিন সিলডেন শেল্টারে এতিম অসহায়দের পুনর্বাসন করা হচ্ছে

Advertisement


 

সিলেট প্রতিনিধি:-

 এতিমদের পুনর্বাসনে জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যেগে সিলেট মহানগরীর বেতের বাজার এলাকায় প্রতিষ্টিত হয়েছে "জয়নাল উদ্দিন সিলডেন শেল্টার " নামক এতিম পুনর্বাসন কেন্দ্র। উদ্বোধন উপলক্ষ্যে সংস্থার পক্ষ থেকে পিতা-মাতাহীন অসহায় ছেলে মেয়ে,বয়স্ক পুরুষ, মহিলা,বিধবাদের সংগ্রহ করা হচ্ছে। আপনাদের পরিচিত অথবা আশ পাশে যদি অসহায় মানুষ থাকে তাহলে এই প্রতিষ্ঠানের পরিচালক---এইচ আর বি হান্নান আহমদ রনি বক্স মোবাইল নাম্বার 01796089442

 যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে যারা আসবে মৃত্যূর আগ পর্যন্ত থাকা,খাওয়া,বস্ত্র  চিকিৎসা সেবা পাবে। জয়নাল উদ্দিন ফাউন্ডেশন লন্ডন থেকে পরিচালিত হয়ে আসছে। বিগত ১০বছর যাবৎ সিলেটের বিভিন্ন স্থানে জয়নাল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্দ্যেগে খাদ্য সামগ্রী, শীত বস্ত্র, শিক্ষা উপকরণ, ঔষধ , গবাদিপশু গরু ছাগল, রিক্সা, টিউবয়েল বিতরণ, বাসস্থানের জন্য বসত ঘর নির্মাণ এবং দরিদ্র মানুষের বিনোদনের জন্য উন্মূক্ত সাংস্কৃতিক   অনুষ্টান পরিচালনা করে আসছে।