Advertisement
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলার ৬জন মুসল্লি তকদীর কুপনের লটারীতে বিজয়ী হয়ে পবিত্র ওমরাহ হজ্জ পালনের সুযোগ পেলেন। তকদীর কুপনের ব্যবস্থা করেন গ্রীন চাষী কামরুজ্জামান মৃধা। বিজয়ী ৬ জনের ওমরাহ হজ্জের যাবতীয় খরচ বহন করবেন কামরুজ্জমান মৃধা। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই তকদীর কুপনের লটারী টানা হয় বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে।
কামরুজ্জামান মৃধার বাড়ি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে। তিনি একজন সমাজ সেবক এবং সুনামধন্য ব্যবসায়ী।
কামরুজ্জমান মৃধা বলেন, বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা উপজেলার মজিদের ইমাম ও অনেক দরিদ্র মুসল্লি অর্থের অভাবে পবিত্র হজ্জ পালন করতে পারেন না। তাই অসহায়রা যাতে হজ্জ পালন করতে পারেন তাই আমি তকদীর কুপনের ব্যবস্থা করেছি। প্রথম ধাপে ৬ জন লটারীতে বিজয়ী ৬ জন যাবেন পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে। আবার পরের ধাপে যারা বিজয়ী হবেন তারা যাবেন। তকদীর কুপনের লটারী চলমান থাকবে।
তিনি আরো বলেন, বিজয়ীদের হজ্জের যাবতীয় সব খরচ আমি বহন করবো।
বিজয়ীরা হলেন, মধুখালী উপজেলার জাহিদুর রহমান, সেলিম শেখ, ইয়াকুব আলী, বোয়ালমারী উপজেলার এলেম মাতুব্বর, আবুল হোসেন সিকদার, আলফাডাঙ্গা উপজেলার তারিকুল ইসলাম।