lisensi

Advertisement

Picsart-23-09-20-19-46-51-668
বাংলাদেশ প্রকাশ
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
Last Updated 2023-12-06T12:45:22Z
খেলাধুলা

মাদারগঞ্জে নাইট এল ই ডি কাপ শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Advertisement


 

আকন্দ সোহাগ:-


জামালপুরের মাদারগঞ্জে তালতলা বন্ধু মহল সেবা সংগঠন লালডোবা এর উদ্যোগে নাইট এল ই  ডি কাপ ক্রিকেট শটপিছ টুর্নামেন্টের  ফাইনাল খেলা ও বাউল সন্ধা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে তালতলা বন্ধু মহল সেবা সংগঠন সকল সদস্যের আয়োজনে লালডোবা ঐহিত্যবাহী ময়দাবার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। । খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি ভাংবাড়ী স্পোটিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে  সাদিক ক্রিকেট একাদশ বিনোদটংগী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তাকিম এলএমজি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সুলাইমান হক,বাংলাদেশ তাতীলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম ফজলু। মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু।


খেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি ভাংবাড়ী স্পোটিং ক্লাবকে ৩৩ রানে হারিয়ে ফাইনাল জিতে নেন সাদিক ক্রিকেট ক্লাব বিনোদটঙ্গী। পরে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক বাউল গান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন বাউল শিল্পী মতি পাগল ও তানিয়া সরকার। এসময়  তালতলা বন্ধু মহল সেবা সংগঠন লালডোবা এর সকল সদস্যসহ খেলা ও বাউল  সন্ধাটি উপভোগ করতে হাজারো দর্শক উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন আবুল বাশার ঝন্টু। খেলাটি সফলভাবে শেষ করতে পেরে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও  তালতলা বন্ধু মহল সেবা সংগঠন লালডোবা,এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল আমিন।